Online Magazine

অফুরান - (Unending)

অফুরান - (Unending)
ধূপছায়া মজুমদার চক্রবর্তী 


নষ্ট কাগজ কালির আঁচড়
মন খোঁজে শুধুই শিকড়
হিসেব মেলেনা...

সকাল দুপুর হারিয়ে যায়
বিকেল কখন ফুরিয়ে যায়
কলম থামে না...

দিস্তে কাগজ ঝোলার ভেতর
জমতে থাকে বছর বছর
বাতিল হয় না...

খেলা যেদিন ফুরিয়ে আসে
আলো হঠাৎ নিভে আসে
সময় থামে না...

নতুন নামের নতুন খেলা
নতুন গল্পে গাঁথে মালা
জীবন ফুরোয় না...



ইপিল, আমাদের জন্য

ইপিল (Eepil) - Dazzling Star

ছকে বাধাঁ দিনযাপনে আমরা সবাই কমবেশি ক্লান্ত। দিনের বেশিরভাগ সময়টাই পার করে ফেলি জীবনের প্রতি দায়িত্ব পালন করতে করতে। দিনের শেষে নিজের জন্য থাকে শুধু ঘুমের সময়টুকু।


এই ক্লান্ত মনপাখির মননে নতুন রং লাগানো  যায় কিভাবে,সকলে মিলে ভাবনাচিন্তা করছিলাম। সেই ভাবনার ফসল হলো 'ইপিল'। নানান স্বাদের লেখা আর ছবি দিয়ে সাজিয়ে তুলবো আমাদের 'ইপিল- Online Magazine for Dazzling Thoughts'-কে, এটাই আমাদের ইচ্ছে।

পত্রিকা প্রকাশের প্রথাগত শিক্ষা, অভিজ্ঞতা কিছুই আমাদের নেই, শুধু ইচ্ছেটুকুই সম্বল। আর জানি সঙ্গে আছো তোমরা, আমাদের মতোই যারা রোজের ক্লান্তি সরিয়ে রেখে প্রতিটি দিন শুরু করো নতুন উদ্যমে।

তোমাদের মনের কোণায় অহরহ অনেক কথা আসা-যাওয়া করে, আমরা জানি। লিখে ফেলো সেসব। ছোটগল্প, কবিতা কিংবা অন্য কোনো আকারে, আর পাঠিয়ে দাও আমাদের। ছবি তুলেও পাঠাতে পারো।

আমাদের Email ID- eepil.thestar@gmail.com

আমাদের সবার কথা বলবে 'ইপিল, আমাদের ব্যতিক্রমী চিন্তাধারাকে প্রকাশ্যে আনবে 'ইপিল।