Online Magazine

নিজেদের শহরের কথা জানাও ইপিল-কে






এবার তোমাদের কাছে নতুন অনুরোধ নিয়ে এলাম।

পুজো আসছে। আমাদের সবার শহরই সেজে উঠছে নিজের মতন করে। সেজে ওঠা শহরগুলোর আটপৌরে চেহারা কেমন? নিজস্ব বৈশিষ্ট্য আর রূপ নিয়ে বিভিন্ন শহরের সারাটা বছর কাটে কেমন করে?

কোনো শহরের পাশেই সমুদ্র, কোনো শহরের সঙ্গী হাজার বছরের পুরনো ইতিহাস। কোনো শহর আবার হয়তো জিভে জল আনা কোনো স্বাদের জন্মস্থান। নানা রঙের এইসব শহরে ছড়িয়ে আছো তোমরা,  ইপিল-এর বন্ধুরা।

তোমরা নিজেদের মন-কলমে নিজেদের শহরের কথা লিখে ইপিলকে জানাও। 'আমার শহর'- এই শিরোনামে বিভিন্ন শহরের কথকতা ইপিলের মাধ্যমে পৌঁছে যাবে কাছে-দূরের আরো অনেক বন্ধুর কাছে।

লেখা পাঠাও এই Email ID তেঃ eepil.thestar@gmail.com