Online Magazine

Quiz - August, 2013

আগস্ট মাস স্বাধীন দেশকে পাওয়ার মাস. তাই এই মাসে রইল আমাদের দেশ নিয়ে কিছু চেনা প্রশ্ন.

1. ভারতের নবীনতম রাজ্য কোনটি?
2. বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান ভারতের কোথায় অবস্থিত?
3. Honeymoon island ভারতের কোথায় গেলে দেখতে পাওয়া যাবে?
4. IIT মুম্বাইয়ের প্রাক্তন ছাত্র উদয় কুমার ধর্মলিঙ্গম 2010 সালে কি কারণে সংবাদ শিরোনামে আসেন?
5. Radcliff line ভারতের কোন অঞ্চলকে চিহ্নিত করে?
6. Directorate of Advertisement & Visual Publicity-র কাজ কি?
7. India divided, An Idealist View of Life, India 2020-র মধ্যে মিল কোথায়?
8. ভারতের একমাত্র আগ্নেয়গিরি কোথায় রয়েছে?
9. 1988. সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটির য়াত্রা শুরু হয়. উপলক্ষ্য কি ছিল?
10.  ল্যাকমে ( lakme) 1952 সালে নিজের য়াত্রা শুরু করে কোন সংস্থার হাত ধরে?

উপরের প্রশ্নগুলির  উত্তর  জানা   থাকলে  পাঠিয়ে  দিন  eepil.thestar@gmail.com -তে