Online Magazine

বৃষ্টি তোমাকে দিলাম - (Rain for you only)

বৃষ্টি তোমাকে দিলাম - Rain for you only
রেশমি সরকার  


আকাশ আছে মেঘে ঢাকা ,
চারিদিক কত নির্মল,
সকালটা  যে খুব সুন্দর ,
উড়ে যাচ্ছে পাখিরা যত
মন আমার হারিয়েছে তত .....

রাত পরী নামল নিচে ,
ঘুমের কাঠি ছুয়ে দিল এসে,
চোখ যে আমার ভারী হয়ে এলো
ঘুমের দেশে পারি দিই চলো ......

মেঘ রোদের লুকোচুরি
পাখিরা সব দিছে পাড়ি
অজানা সে কঠিন পথে,
চলতে চাই তোমার সাথে,
হারিয়ে যেতে নেই মানা
তোমার আমার মনের মাঝে ......

আজ ঘন বর্ষায় চারিদিক জল থৈ-থৈ,
বৃষ্টিটাকে আপন করে নিয়ে আমি আজ যে তোমার মনে রই,
ঘন শ্রাবণে ডুবছে সকল, আর ডুবছে মন
বৃষ্টির মাঝে তোমার হাত ধরেই চলতে চাই এখন ..........

ওরে মন কথা শোন
করিস না তুই ছটফট,
সময় তো এবার হয়েই  গেছে
সবাই আমরা হব একজোট।
সারাদিনের প্রতীক্ষা শেষ হল  আমার
কোথায় তোমরা সবাই চলে এসো এবার .........

রিমঝিম বৃষ্টির ধারায়
ভিজে গেছে পথঘাট ,
মিষ্টি রোদ লুকিয়ে আছে
মেঘের আড়ালে ঘুমিয়ে আছে,
তোমরা সবাই উঠে পড়
চল ভিজি একসাথে .......................।।