Online Magazine

অফুরান - (Unending)

অফুরান - (Unending)
ধূপছায়া মজুমদার চক্রবর্তী 


নষ্ট কাগজ কালির আঁচড়
মন খোঁজে শুধুই শিকড়
হিসেব মেলেনা...

সকাল দুপুর হারিয়ে যায়
বিকেল কখন ফুরিয়ে যায়
কলম থামে না...

দিস্তে কাগজ ঝোলার ভেতর
জমতে থাকে বছর বছর
বাতিল হয় না...

খেলা যেদিন ফুরিয়ে আসে
আলো হঠাৎ নিভে আসে
সময় থামে না...

নতুন নামের নতুন খেলা
নতুন গল্পে গাঁথে মালা
জীবন ফুরোয় না...