যুদ্ধ নাকি!!
ব্যোমকেশ বন্দ্যোপাধ্যায়
পড়ে থাকা রক্ত চেটে খায় কুকুর টা
সমাজ দেখে তার চোখে বিকৃত আয়না
কেঁদে ওঠে সদ্যোজাত শিশু,
বাতাসে আতঙ্ক ছড়ালে দূষণ হয় না।
সাইলেন্সারের মুখে লাগানো জীবন
আজ আর আওয়াজ করা যায় না,
রাতভর খুলে রাখা চোখের পাতার
দিনের হিসেব আর সয় না।
সব শেষে খুলে যায়
স্তেলান ভিন্তীজেনের জন্য কারার দ্বার,
যুক্তিতক্কো শেষ করে মাথাচাড়া দেবে
নতুন কোনো দশকর্ম ভাণ্ডার।।