আঁধার-আলো
আঁধার-আলো
ধূপছায়া মজুমদার চক্রবর্ত্তী
আমায় তুমি বারণ করেছিলে
তাই আমি সামনে যাইনা আর
কোণের এই ছোট্ট ঘরটাতেই
আমার এখন সংসার।
ধূপছায়া মজুমদার চক্রবর্ত্তী
আমায় তুমি বারণ করেছিলে
তাই আমি সামনে যাইনা আর
কোণের এই ছোট্ট ঘরটাতেই
আমার এখন সংসার।
ঘরের জানলা খুললে
দেখি তোমার রাজপ্রাসাদ
ওখানে তো শুধুই আলো
থাকতে নেই বিষাদ।
আমার ঘরে একলা প্রদীপ
আলোর থেকে আঁধার বেশি
তবুও তুমি অবাক হলে,
দেখে আমার অবুঝ হাসি।
কিসে যে হয় এত খুশি,
আমিও সব বুঝিনা গো
শুধু জানি আসবে কেউ,
ডাকবে এসে "কে জাগো?"
দেখি তোমার রাজপ্রাসাদ
ওখানে তো শুধুই আলো
থাকতে নেই বিষাদ।
আমার ঘরে একলা প্রদীপ
আলোর থেকে আঁধার বেশি
তবুও তুমি অবাক হলে,
দেখে আমার অবুঝ হাসি।
কিসে যে হয় এত খুশি,
আমিও সব বুঝিনা গো
শুধু জানি আসবে কেউ,
ডাকবে এসে "কে জাগো?"
অচেনাকে চিনবো যেদিন
জ্বলবে আলো আমার ঘরে
তোমার দেওয়া সোনার শিকল
ভাঙ্গবে সেদিন শব্দ করে।
স্বপ্নটুকু দেখবে বলেই
রাত্রি আসে আমার ঘরে
আমার কাছে মাটির প্রদীপ
একলা জাগে অন্ধকারে।