মরা নদী - (The dead river)
মরা নদী - (The dead river)
- শ্বেতা রায় চৌধুরী
কে এসেছিল বেয়ে
কার পথ চেয়ে
বাঁধা পড়ে আছে নৌকা?
হয়ত বা জলে
স্রোত নেই বুঝে
মাঝি হেঁটে পারে
কার পথ চেয়ে
বাঁধা পড়ে আছে নৌকা?
হয়ত বা জলে
স্রোত নেই বুঝে
মাঝি হেঁটে পারে
বাসা ফিরে গেছে।
নৌকা পেয়েছে নতুন ঠিকানা
মরা নদীটার বুকে।
আজ কেউ নেই পারে।
জল গেছে কমে
নদী গেছে মরে,
তরঙ্গ?
হায়! নদী ভুলে গেছে।
সরে গেছে গ্রাম নদী থেকে আজ
বহু বহু দূরে।
বিস্তৃত চর বিদ্রুপ করে,
জল ছোঁয় মাটি লজ্জায়
একাকী নদী দোসর পেয়েছে
ছোট একখানি নৌকায়।
হাওয়া যদি ভুল করে এসে
নৌকা পেয়েছে নতুন ঠিকানা
মরা নদীটার বুকে।
আজ কেউ নেই পারে।
জল গেছে কমে
নদী গেছে মরে,
তরঙ্গ?
হায়! নদী ভুলে গেছে।
সরে গেছে গ্রাম নদী থেকে আজ
বহু বহু দূরে।
বিস্তৃত চর বিদ্রুপ করে,
জল ছোঁয় মাটি লজ্জায়
একাকী নদী দোসর পেয়েছে
ছোট একখানি নৌকায়।
হাওয়া যদি ভুল করে এসে
ছুঁয়ে যায় সেই জল
দোলা লাগে মরা নদীর বুকে
দোলা লাগে মরা নদীর বুকে
দোল খেয়ে যায় নাও।